মানুষের শ্রেষ্ঠত্বের নিদর্শন পাওয়া যায় তাদের ভিতরের গুণাবলী হতে
আবার খলিফা মনসুর, ইমাম আবু হানিফা (রহঃ)-কে বাগদাদের খলিফার দরবারে তলব করেন । তিনি খনিফার দরবারে উপস্থিত হলে তাঁকে প্রধান বিচারপতির পদ গ্রহণ করার অনুরোধ জানান । কিন্তু ইমাম আবু হানিফা (রহঃ) জালেম সরকারের অধীনে এ পদ গ্রহন করতে রাজি হলন না । তিনি বুঝতে পেরেছিলেন যে একটা মনসুরের গভীর ষড়যন্ত্র । এছাড়া এ পদ গ্রহণ করার অর্থ হবে ন্যায়, ইনসাফ ও ব্যাক্তিত্বকে বিসর্জন দিয়ে জালেমের পুজারী হওয়া । তাই ইমাম আবু হানিফা (রহঃ) খলিফা মনসুরকে বললেন, "আমি প্রধান বিচারপতির পদ গ্রহণ করার য়োগ্য নই ।" এতে খলিফা রাগন্বিত স্বরে বললেন, আপনি মিথ্যাবাদী । প্রত্যুত্তরে ইমাম সাহেব বললেন, "আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমার কথাই সঠিক । কারণ একজন বিথ্যাবাদী রাষ্ট্রের 'প্রধান বিচারপতি' পদের যোগ্য নয় ।" অতঃপর খলিফা মনসুর কোন উত্তর দিতে না পেরে ক্রুদ্ধ হয়ে ইমাম আবু হানিফা (রহঃ) কে গ্রেফতার করে কারাগারে বন্দী করার নির্দেশ দেন । কারাগারে বসেও ইমাম আবু হানিফা (রহঃ) ফিকাহ শাস্ত্রে তাঁর কঠোর সাধনা চালিয়েছিলেন । কারগারে বসেই তিনি বিভিন্ন কঠিন মাসআলার জবাব দিতেন । বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ এসে কারাগারেই মাসআলা শিক্ষা লাভ করে যেতেন । ইমাম আবু ইউসুফ (রহঃ) লিখেছেন, ইমাম আবু হানিফা (রহঃ) কেবল মাত্র কারাগারে বসেই ১২ লক্ষ ৯০ হাজারের অধিক আসআলা লিপিবদ্ধ করেছিলেন । এরপর খলিফা মনসুর একদিন খাদ্যের সাথে বিষ মিশিয়ে দেন । ইমাম আবু হানিফা (রহঃ) বিষ ক্রিয়া বুঝতে পেরে সিজদায় পড়ে যান এবং সিজদা অবস্থায়ই তিনি ১৫০ হিজরীতে এ নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন ।
Post a Comment
0comments:
Post a Comment