☺/\☺/
"প্রার্থনায় মন সামলাও, মজলিসে বাক্য সামলাও, ক্রোধে হাত সামলাও, আহারে পেট সামলাও "
۩ ๑۩ ۩ ۩๑ ۩
" কিছু কাজ পৃথিবীতে রেখে যাই এবং সেটাই হবে পৃথীবীতে আসার সার্থকতা"

" নামে মানুষকে বড়ো করেনা, মানুষই নামকে জাকাইয়া তোলে । মন্দ কজ করিলেই মানুষের বদনাম হয়, ভাল কাজ করিলেই মানুষের সুনাম হয় । বাবা কেবল একটা নামই দিতে পারে কিন্তু ভাল নাম কিংবা মন্দ নাম সে নিজেই দেয়"
\☺/ - - -
" মানুষের জ্ঞান যখন পূর্ণতা লাভ করে তখন সে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে বিরত হয়"
\☺/
" প্রকৃত সুখ কোথায়? পরকে ফাঁকি দিয়ে নিজের সুখটুকু ভাগ করে নেওয়াতে কি সত্যিকারের সুখ আছে?"
\☺/ ♂♀
"আত্মার সাত্বিক কাছে জড়দেহের ভোগ, সুখের মূল্য কিছুই না যত দিন না মানুষ পরকে সুখ দিতে আনন্দ বোধ করবে ; তত দিন তার যথার্থ কল্যণ নাই "
\☺/ ♥
"যে নিজেকে খুব জ্ঞানী ও বিজ্ঞ মনে করে, খোদার দোহাই সে সবচেয়ে বড় বোকা"
“\☺/”
" ভালো লোকের সাহচার্যে থাক, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময়মতো ভালো পরামর্শ দেবে "
\☺/ ۞
" মহৎ লোকেরা অন্যকে নিঃশব্দে সাহয্য করেন "
\☺/ ▂ ▃ ▄ ▅
" তোমার আদর্শকে উচুঁ রাখতে চেষ্টা কর । অসহায়কে সাহায্য করে বাহাদুরী প্রকাশ করোনা"
\☺/ ^_^
" যে সাহায্য করে আনন্দ পায়, তাকে না পাওয়ার দুঃখ স্পর্শ করে না "
\☺/ ▌▌
" নিশ্চয় আল্লাহতালা কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না যে পর্যন্ত তাহারা নিজেদের অবস্থার পরিবর্তন না করে"
\☺/ ░
" যার কোন প্রিয় ব্যক্তি মারা যায়, তাকে যে সান্ত্বনা দেয় সে পুন্য অর্জন করে"
\☺/ ╔ ♫ ═╗
" দুষ্কর সাধনা ও তপস্যা ব্যতীত কখনই কোন মহ্ৎ ব্রত উদযাপন করা যায় না"
\☺/ ►
" যখন অবসর পাও, সাধনা কর আর তোমার প্রভুর প্রতি অনুরক্ত হও"
☺/ ☺/ \☺/
" সহনশীলতা এমন একটা গুণ যা থেকে সফলতা আসবেই "
\☺/ (•̮̮̃•̃)
" ফলবান বৃক্ষ আর গুণবান লোক আপনা থেকেই নত হয় শুকনো কাঠ আর মূর্খ ভেঙ্গে দুমড়ে যায় কিন্তু নত হয় না"
\☻/
" যে তার গোপনীয় কথা ভৃত্যকে বলে, সে ভৃত্যকে প্রভুতে রুপান্তরিত করে"
••• \☺/ •••
"যার বাগান গুষ্পরাজিতে পূর্ন এবং গৃহ গ্রন্থরাজিতে পূর্ন, মনের দিক থেকে সে ঐশ্বর্যবান "
\☺/ -----:)
"পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিস মূল্যবান জ্ঞান করিবেঃ তোমর বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে, দ্রারিদ্রোর পূর্বে সচ্চলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে"
\☺/ ●•٠·
" চরিত্রের মধ্যে যদি সত্যের শিখা দীপ্ত না হয় তবে জ্ঞান, গৌরব, আভিজাতা শক্তি সবই বৃথা"
\☺/ ✖✖
" যখন তোমার কিছু বলার থাকে না তখন চুপথেকো, অহেতুক কিছু বলার চেষ্টা করো না"
\☻/ -------o
" তরুণ ছাত্রদের মধ্যে যদি ছাত্রজীবনের আদর্শবাদ প্রবল না থাকে, তবে পরবর্তী জীবনে সংসারের ঘাত-প্রতিঘাতের মধ্যে তারা আদর্শবাদী রইবে এ কল্পনা আরো সুদূর পরাহত । প্রথম দৃষ্টিতে হয়তো মনে হতে পারে যে, এ বিষচক্র ভাঙ্গার উপায় নেই । আদর্শচ্যুতি ঘটে তবে পরবর্তী জীবনে বশ্বাসহীনতা, অনাচার ও সাংসারিক সংকীর্ণ বৃদ্ধি আরো প্রবল হতে বাধ্য"
\☺/ ?
" যা পচে গেছে, যা মরে গেছে তাকে সিল্কের কাপড় দিয়ে জড়িয়ে রাখলে লাভ কি ? তাতে আর নবজিবন আসবে না । আজ যাতে জীবন নেই যাতে গেছে জীবনের স্পন্দন তা যেমন নিজেকে চালাতে পারেনা, অপরকেও চালাতে পারে না । তেমন জিনিস যদি আমাদের অতি প্রিয় জিনিসও হয় তাকে কবর দিয়ে আমাদের এগিয়ে চলতে হবে; জীন মানে এগিয়ে চলা"
\☺/ ....•
" যার জীবন মহৎকর্মে পরিপূর্ণ, মৃত্যুর পর তার সমাধিতে মার্বেল পাথরের কারুকর্য না থাকলে কিছু যায় আসে না"
\☺/___$
" আদর্শ হচ্ছে এমনি এক প্রহরী যা মানুষকে সৎপথে চলতে শেখায়"
\☺/ ???
" আদর্শবান লোকদের বন্দুর সংখ্যা কম থাকে"
\☺/ ______
"মিষ্টি ভাবে আদেশ প্রদানের মধ্যেও প্রবল শক্তি নিহিত"
\☺/ ▼▼▼
" শ্রদ্ধা ও স্নেহের অভিনন্দন মন দিয়ে গ্রহণ করতে হয়, তার জবাব দিতে নেই"
++++++
" মিখ্যা বলা যাদের অভ্যাস, তারা নিত্য নতুন বিষয়ের অবতারণা করতে পারে"
☺»☻
" শক্ত কথায় রেশমের মত কোমল অন্তরও পাথরের ন্যায় শক্ত হয়ে যায়"
(^▄ ▄^) » █
" পৃথিবীর কী অদ্ভুত রীতি । শুড়ি দোকন জোঁকে বসে থাকে আর দুনিয়ার লোক তার দাকানে গিয়ে মদ কিনে । ওদিকে দেখ, দুধওয়ালাকে ঘরে ঘরে ধন্না দিয়ে বেচতে হয়"
▂ ▃ ▄ ▅
"শরীরের চেয়ে ইন্দ্রয় বড়, ইন্দ্রেয়ের চেয়ে মন বড়, আবার মনের চেয়ে বুদ্ধি বড় । যিনি বুদ্ধির চেয়েও বড়, তিনিই আত্মা"
\☺/ *****
" কর্তব্যসাধনে ও কথাবার্তায়া যখনই নিজের ত্রুটি দেখিতে পাইবে স্বীকার করিও । উন্নতির পথে আবর্জনা জন্মিতে দিও না"
\☺/ ۩
"আত্মবিস্বাস, আত্মজ্ঞান, আত্মনিয়ন্ত্রণ শুধুমাত্র এই তিনটিতে মানষ রাজকীয় সস্মানের অধিকারী হতে পারে"
\☺/̶͇̿ ̶̶͇͇̿̿ ̶͇̿ ͇̿ ͇̿
" আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাধবে রইল যারা পিছন টানে কাঁদবে তারা কাঁদবে"
█ \☻/
"নিজের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে"
♂♀ ♫ ♥ █
" অসুন্দরী স্ত্রী তার ব্যবহার মাধুর্য দ্বারা স্বামীর জিবনকে সার্থক করে তুলতে পারে । অপরদিকে অতিশয় রুপসী স্ত্রী তার সন্দেহ, দুর্ব্যবহার,হৃদয় বিদারক বাক্যবান, অসন্মান, কলহপ্রবণ স্বভাব দ্বারা স্বামীর জীবনকে অতিষ্ঠ ও ব্যর্থ করে দিতে পারে"
█████
"মানুষের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করে যে খোদার সঙ্গে প্রেম করতে যায়, তার বুদ্ধি খুব কম । অন্যায় ও পাপে জাবনকে কলঙ্কিত কর কোন ক্ষতি নেই, আল্লাহকে ডাকলেই সকল পাপ ধুয়ে যাবে । এটা যে মিথ্যা একথা সকলেই বিশ্বাস করো"
☻ ☻ \☺/
" ভাল ব্যবহারের বিনিময়ে ভাল ব্যবহার- ইহার নাম ভাল ব্যবহার নহে । মন্দ ব্যবহারের ক্ষেত্রে ভাল ব্যবহার - ইহাই ভাল ব্যবহার"
\☺/ ♀
"একজন মহিলার সুন্দর হওয়ার চেয়ে ভালো হওয়াবেশী প্রয়োজন"
\☻/╔══╗
"একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না, তেমনি একটি ভাল কাজ করে জীবকে সুন্দর করা যায় না"
\☺/ ▓ ▓
" হাজার কথার মধ্যে দু'টি কথা কখনো ভুল না- একটি তোমার সৃষ্টিকর্তা এবং অপরটি মৃত্যু"
o » o/ » \o/ » ☺ » ☺/ » \☺/

20.5.10

ডারউইনের গবেষনা বিষয়ে ঘটনা-

…………………♥…..♥

ডারউইন যে বিষয় গবেষনা চালাচ্ছেন ওয়ালেস ও ত্রকই বিষয় গবেষণা করেছেন । একটি চিঠির মাধ্যমে জানতে পারলেন ডাউইন । দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন ডারউইন , কিন্তু তিনি (ডারউইন) বিশ বছর যাবৎ গবেষণা করছেন বিবর্তনবাদের উপর । ওয়ালেসের চিন্তাভাবনার সাথে তাঁর চিন্তার আশ্চার্য মিল রয়েছে ।

ডারউইন স্থির করলেন তিনি আর অগ্রসর হবেন না । বির্বতনবাদের উপর যা কিছু গবেষণা করেছেন এখানেই তার সমাপ্তি করবেন, সমস্ত রচনা গবেষণার কগজপত্র আগুনে পুড়িয়ে ফেলবেন । বিবর্তনবাদের সমস্ত কৃতিত্ব একাই প্রাপ্য হোক ওয়ারেসের । কারণ এই মুহুর্তে তিনি যদি তাঁর রচনা প্রকাশ করেন তাহলে ওয়ালেসের ধারণা হবে বন্ধু ডরউইন তাঁর গবেষণাপত্র চুরি করেছে এবং তার চরম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয় । কিন্তু ডারউইনের বন্ধু ডঃ লায়েল সব কথা শুনে বললেন, তুমি এবং ওয়ালেস একই সভায় তোমাদের প্রবন্ধ পাঠ করবে । বিচারের ভার থাকুক পন্ডিতদের উপর । সমস্ত কথা জানানো হল ওয়ালেসকে । কিন্তু ওয়ালেস চরম মহত্ত্বতার চরিচয় দিলেন । তিনি লিখলেন,
এর কৃতিত্ব সম্পূর্ণভাবেই ডারউইনের প্রাপ্য । আমি কোনভাবেই তাঁর অংশীদার হতে চাই না । ওয়ালেসর এই ত্যাগ মহানুভবতা চিরদিন ডারউইন শ্রদ্ধার সাথে মনে রেখেছিলেন ।
এরপর ডারউইন বইলেখর কাজে হাত দিলেন । একটানা পরশ্রমে তাঁর শরীর ভেঙ্গে পড়েছিল । অসুস্থ অবস্থাতে লেখা শেষ করলেন । আবশেষে ২৪ শে নভেম্বর ১৮৫৯ সালে ডাউইনের বই প্রকাশ পেল । Origin of Species নামে ।

এ বইটিই প্রকাশের সাথে সাথে ১২৫০ কপি বিক্রি হয়ে গেল । বিবর্তনবাদের নতুন তত্ত্ব বাইবেলের আদম ইভের কাহিনী, পৃথিবীর সৃষ্টির কাহিনীকে বৈজ্ঞানিক তথ্যের বিশ্লেষণে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত করলেন । এ বইতে তিনি লিখেছেন, আমাদের এ পৃথিবীতে প্রতিমুহুর্তে নতুন প্রানের জন্ম হচ্ছে । জীবের সংখ্যা ক্রমাগতই বেড়ে চলেছে ।

0comments:

Copyright © 2010 srestho.blogspot.com