মানুষের শ্রেষ্ঠত্বের নিদর্শন পাওয়া যায় তাদের ভিতরের গুণাবলী হতে
ক্যাথিড্রালে বসে প্রর্থনা করছিলেন গ্যলিলিও গ্যালিলাই । সে ক্যাথিড্রালের মাধখানে ছিল একটা বিরাট ঝাড়লন্ঠন । একজন কর্মচারী তাতে প্রদীপ জ্বালাবর সময় অন্যমনস্কভাবে নাড়িয়ে দিয়েছিলেন । প্রতিবার ঝাড়লন্ঠ দোলর সাথে সাথে তার ঘর্ষনণের আওয়াজ হতে থাকে । গ্যালিলিও লক্ষ্য করলেন ক্রমশই ঝাড়লন্ঠন দুলুনি কমে আসছে । কিন্তু প্রতিদটি দুলুনির সাথে যে ঘর্ষণের আওয়াজ হচ্ছে, তার গতি এক রয়ে গিয়েছে । ডাক্তাররা যেভাবে নাড়ি দেখে বা অনুভাব করেন সেভাবে একদৃষ্টে দেখতে লাগলেন ঝাড়লন্ঠনের দোলন । ক্রমশই তিনি উপলব্ধি করলেন ঝাড়লন্ঠনের দোলানির মধ্যে একটি নির্দিষ্ট ছন্দ আছে । এর থেকে তিনি আবিষ্কার করলেন পেন্ডুলাম । গ্যালিলিওর মৃত্যুর পর তাঁর ছেলে এ নক্সা দেখে তৈরি করেছিলেন পেন্ডুলাম ঘড়ি ।
Post a Comment
0comments:
Post a Comment